Campus News

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

Aug 17, 2025

আজ ১৮ আগস্ট ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।


প্রধান অতিথি বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন-


"হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রনাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করবেন। এটাই মহাসাফল্য। (সূরা আস-সাফ, আয়াত ১০-১২)।


"নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর।(সূরা আস-সাফ, আয়াত ৪)


তিনি বলেন: “বিশ্ববিদ্যালয় জীবন শুধু বই পড়ে ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীদের উচিত সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার জ্ঞান নয়, বরং তার সৎ চরিত্র।”



তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের পথে সবচেয়ে বড় শক্তি হলো মায়ের দোয়া। মায়ের আশীর্বাদই জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এজন্য প্রতিটি সন্তানের কর্তব্য মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা।”




আইনস্টাইনের উদাহরণ টেনে তিনি বলেন,

“মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় পড়াশোনায় আগ্রহ হারিয়ে প্রায়ই স্কুল ফাঁকি দিতেন। কিন্তু তার অন্তর্নিহিত কৌতূহল, অধ্যবসায় ও জ্ঞানপিপাসা একসময় তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীতে পরিণত করে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে— বিদ্যালয়ের চার দেয়াল নয়, আসল শিক্ষা হলো অনুসন্ধিৎসা ও সৃজনশীলতার বিকাশ।”


এছাড়াও, তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব, জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


চাঁবিপ্রবির শিক্ষার্থী তাহমিদুর রহমান নিহাল ও তামান্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোস্তাফিজ আহমেদ।


জনাব মোস্তাফিজ আহমেদ বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিক নবীন বরণ নয়, বরং এটি নতুন প্রজন্মের জন্য সম্ভাবনা, দায়িত্ববোধ ও দেশগড়ার শপথের দিন হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের আন্তরিক উপস্থিতি শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার এক স্থায়ী ভিত্তি হয়ে থাকবে।


অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করেন মাহির আসহাব কবির এবং গীতা পাঠ করেন ঐশী পাল। স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক জনাব মোঃ বাইজীদ আহম্মেদ।


শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইসিটি বিভাগের চেয়ারম্যান জনাব সোহেল রানা এবং সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।


ড. মো. ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানার্জন, প্রযুক্তি-ভিত্তিক গবেষণা এবং মানবিক মূল্যবোধ সমন্বিত করে দক্ষ ও সু-নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। দোয়া অনুষ্ঠান, জাতীয় সংগীত পরিবেশনা ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত হয়।